জলপাইগুড়ি : নিরাপত্তা আঁটোসাটো করতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে । এছাড়াও বাড়ানো হবে পেট্রোলিং। তৈরি করা হবে একটি ওয়াচ টাওয়ার। আরও দুটি ওয়াচ টাওয়ার সংস্কার করা হবে। সংশোধনাগারে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের থেকে মোবাইল, সিম কার্ড, গাঁজা পাওয়াতে এভাবে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার আচমকাই সংশোধনাগার পরিদর্শনে এসেছিলেন এআইজে কারা। তাঁর কড়া নির্দেশে বেশ কিছু সময় ধরে প্রতিটি বন্দীদের সেলে তল্লাশি চালায়। তল্লাশির শেষে ৩০ টি মোবাইল, সিম কার্ড, গাঁজা ও কিছু ধারাল অস্ত্র উদ্ধার করে বন্দীদের সেলে থেকে। বাজেয়াপ্ত করা হয় বেআইনি সামগ্রীগুলি।এআইজে কারা জেল সুপারকে বন্দীদের কাছে কীভাবে আসছে বেআইনি সামগ্রী প্রশ্ন করতেই জেলা সুপার স্বীকার করে নেন নজরদারির অভাবে বন্দীদের পায়ের তলা দিয়ে জেলে ঢুকে যাচ্ছে মোবাইল, সিম কার্ড, গাঁজা। আবার বাইরে থেকে ঢিলের মাধ্যমে ছুঁড়ে জেলের ভিতরে ফেলা হয় মোবাইল এবং গাঁজার পুরিয়া।
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার শুভব্রত চট্টোপাধ্যায় বলেন, ” হ্যাঁ আমরা স্বীকার করছি আমাদের খামতি আছে। জেলের পিছন দিকে জঙ্গল থাকায় তার সুযোগ নিয়ে জেলে বন্দীদের মোবাইল, গাঁজার পুরিয়ে ছোঁড়া হয়। এই সমস্ত অপকর্ম রুখতে জেলের বাইরে থাকা পুলিশ কর্মীদের সাইকেল দেওয়া হবে। তাছাড়া সমগ্র সংশোধনাগার জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা নেওয়া হবে। কারারক্ষীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম আছে। আমরা বন্দীদের কোর্টে পাঠাবার সময় ভালো করে তল্লাশি করে পাঠাই কিন্তু কোর্ট থেকে ফেরার সময় তাদের জুতোতে মোবাইল ও গাঁজা পাওয়া যায়। এটা রুখতে আমরা চিরুনি তল্লাশি করব।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন