কোল্লাম : রোমহর্ষক ঘটনা ঘটল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে প্রায় ৭১ কিলোমিটার দূরে কোল্লাম শহরে| সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ১৪ বছর বয়সি ছেলেকে পুড়িয়ে মারল মা| এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম হল জয়া (৪৩)| পুলিশ কমিশনার এ শ্রীনিবাস জানিয়েছেন, ‘অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে| কী কারণে তিনি নিজের ছেলেকে খুন করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে|’
পুলিশ সূত্রের খবর, গত সোমবার থেকে নিখোঁজ ছিল জীতু নামে ১৪ বছর বয়সি এক কিশোর| এরই মধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করতে যান জয়া নামে ওই মহিলা| জীতুর মায়ের হাতে আগুনে পোড়ার দাগ দেখে সন্দেহ হয় তদন্তকারীদের| এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলে ওই মহিলার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে| পুলিশি জেরায় নিজের দোষ কবুল করে জীতুর মা| টানা দু’দিন নিখোঁজ থাকার পর ১৭ জানুয়ারি, বুধবার বাড়ির কাছেই কলাবাগান থেকে জীতুর অগ্নিদগ্ধ এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ|
১৪ বছর বয়সি কিশোর জীতু কুন্দারা এমজিডি বয়েজ হাইস্কুলে পড়াশোনা করতো| কী কারণে তাঁকে খুন করল তার মা, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্পতি সংক্রান্তবিবাদের জেরে খুন করা হয়েছে জীতুকে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন