হাওড়া : হাওড়ার রিজার্ভেশন টিকিট কাউন্টারের মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। ৪০ বছর বয়সী ওই মহিলার নাম মিতালী মণ্ডল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে নাইট ডিউটিতে আসার সময় হাওড়া বাসস্ট্যান্ডে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ট্রাফিক পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। মিতালিদেবীর বাড়ি বারাসতের ওয়ারলেস গেট এলাকায় বলে জানা গেছে। কি কারণে তাঁর মৃত্যু হল তা জানার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হলে শরীরে যে আঘাতের চিহ্ন থাকত তা ছিল না মৃতার দেহে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন