লখনউয়ে দুঃসাহসিক ডাকাতি, অপহৃত দুই শিশুকন্যা - Aaj Bikel
লখনউয়ে দুঃসাহসিক ডাকাতি, অপহৃত দুই শিশুকন্যা

লখনউয়ে দুঃসাহসিক ডাকাতি, অপহৃত দুই শিশুকন্যা

Share This

লখনউ : উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল| বৃহস্পতিবার রাতে লখনউয়ের চিনহাত এলাকায় অবস্থিত একটি বাড়িতে হানা দিয়ে তিন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি দু’টি শিশু কন্যাকে অপহরণ করল ৭ দুষ্কৃতীর একটি ডাকাত দল| দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও দুষ্কৃতীদের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেননি তদন্তকারীর| পুলিশ উদ্ধার করতে পারেনি অপহৃত দুই শিশুকন্যাকেও| গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

শুক্রবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে লখনউয়ের চিনহাত এলাকায় অবস্থিত একটি বাড়িতে হানা দেয় ৭ দুষ্কৃতীর একটি দল| ওই বাড়িতে লুঠপাট চালানোর পাশাপাশি তিন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| এছাড়াও দুই শিশুকন্যাকে অপহরণ করে চম্পট দেয় ডাকাত দল| গুলবিদ্ধি ও রক্তাক্ত অবস্থায় তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রে খবর, তিন জনেরই শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

কোন মন্তব্য নেই: