উত্তর প্রদেশে ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই তরুণীর, গুরুতর আহত এক - Aaj Bikel
উত্তর প্রদেশে ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই তরুণীর, গুরুতর আহত এক

উত্তর প্রদেশে ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই তরুণীর, গুরুতর আহত এক

Share This


বাঘপত : উত্তর প্রদেশের বাঘপত জেলায় ইটভাটায় কাজ করার সময় ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই তরুণীর| এছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন তরুণী| বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঘপত জেলার মভিকালান গ্রামে| মৃত দুই তরুণীর নাম হল, জ্যোতি (১৮) এবং রুবি (২০)| গুরুতর আহত অবস্থায় কাজল নাম একজন তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

শুক্রবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার মভিকালান গ্রামে ইটভাটায় কাজ করছিলেন বেশ কয়েকজন তরুণী| আচমকাই ইটের দেওয়াল ভেঙে পড়ে| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান তিনজন তরুণী| ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জ্যোতি এবং রুবির| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কাজলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| এই ঘটনার শোকস্তব্ধ মৃত দুই তরুণীর পরিবার ও নিকটাত্মীয়রা|

কোন মন্তব্য নেই: