পদ্মাবত নিয়ে মুখ খুললেন রণবীর সিং - Aaj Bikel
পদ্মাবত নিয়ে মুখ খুললেন রণবীর সিং

পদ্মাবত নিয়ে মুখ খুললেন রণবীর সিং

Share This


মুম্বই : পদ্মাবত নিয়ে চলা বিক্ষোভের মাঝে অবশেষে নিজের মৌনতা ভাঙলেন অভিনেতা রণবীর সিং। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে তিনি লেখেন, পদ্মাবত সিনেমার জন্য গোটা দেশ গর্বিত হবে। পদ্মাবতে আলাউদ্দিন খিলজী চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।

এই প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাবতে অভিনয় করতে পেরে তিনি গর্বিত। পদ্মাবতের থ্রি-ডি সংস্করণটি দেখার পরে রণবীর কাপুর পরিচালক সঞ্জয়লীলা বনশালির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করার জন্য আমি পরিচালক সঞ্জয়লীলা বনশালির প্রতি কৃতজ্ঞ। তার মতে পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্যই একজন প্রকৃত শিল্পী হয়ে উঠেছেন তিনি।

অন্যদিকে বিক্ষোভকারীদের প্রতি বার্তা দিতে গিয়ে রণবীর সিং অনুরোধ করে বলেন, বিতর্কে কান না দিয়ে ছবিটি আগে দেখুন, তারপর বিচার করুন। ছবিটি বড় পর্দায় জাদু তৈরি করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার গোটা দেশজুড়ে মুক্তি পেয়েছে পদ্মাবত। এর আগে সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখতে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে বিক্ষোভ প্রদর্শন করেছে কর্নি সেনা। অন্যদিকে গোটা বিহারে মুক্তি পেলেও পাটনায় মুক্তি পাচ্ছে না পদ্মাবত।

কোন মন্তব্য নেই: