হোজাই : বিয়ের কেনাকাটা করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে| নিহত যুবকের নাম হল, অপূর্ব বরকটকি। তাঁর বাড়ি হোজাই শহরের বিষ্ণুপল্লিতে| বিয়ের আগে একমাত্র পুত্রসন্তানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অপূর্বর বাবা রত্নেশ্বর বরকটকি সহ গত পরিবার| পুলিশ ও পরিবার সূত্রের খবর, আগামী ৩ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসার কথা ছিল অপূর্বের। তাই বিয়ের বাজার করতে বুধবার তিনি গিয়েছিলেন গুয়াহাটিতে।
বাজার করে বাড়ি ফিরছিলেন এএস ০২ পি ০৪৪৫ নম্বরের একটি মারুতি গাড়িতে চড়ে। রাত তখন প্রায় ১১টা হবে। সামনের আসন হেলিয়ে ঘুমোচ্ছিলেন তিনি। কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক দিয়ে দুরন্ত গতিতে গাড়ি আসছিল হোজাই অভিমুখে। আচমকা ডবকা অঞ্চলের রংডাঙে খুকনজুরির একটি কালভার্টের রেলিঙের সঙ্গে সংঘর্ষ ঘটে মারুতি গাড়ির। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ১৮০ ডিগ্রি ঘুরে যায়। ঘটনাস্থলেই আঘাত পেয়ে মৃত্যু হয় অপূর্ব বরকটকির। আহত হন গাড়ির চালক।
ঘটনাস্থলে ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে নগাঁও নিয়ে যায় পুলিশ। নিহত অপূর্বের লাশ মর্গে রাখা হয়েছে এবং আহত গাড়ি চালককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, পার্শবর্তী মরিগাঁওয়ের বাসিন্দা এক তরুণীর সঙ্গে অপূর্বের বিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি চলছিল যথারীতি। ইত্যবসরে বাগদত্তের অকালমৃত্যুতে বর ও কন্যা, উভয়ের পক্ষের বাড়িতে শোকের বন্যা বইছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন