বাসন্তী : বদল করা হল বাসন্তী থানার ওসিকে। বুধবার রাতেই সরানো হল বাসন্তী থানার ওসি অর্ধেন্দু শেখর দে সরকারকে। তার জায়গায় এলেন বারুইপুর পুলিশ জেলার ইন্সপেক্টর সুবিন্দু সরকার। অর্ধেন্দু বাবুকে সরানো হল বারুইপুর পুলিশ জেলার এনফোর্সমেন্ট বিভাগে। বুধবার রাতেই বাসন্তী থানায় গিয়ে সমস্ত দায়িত্ব বুঝে নেন সুবিন্দু সরকার। গত এক বছর ধরে বারে বারে বাসন্তী অশান্ত হওয়ার কারনেই বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু ওসি নয় আরও বেশ কয়েকজন অফিসারকে বদলি করা হচ্ছে বাসন্তী থানা থেকে।
গত এক বছরে বারে বারে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। ঘটনায় অন্তত গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে গত এক বছরে। এছাড়াও গত এক বছরে বাসন্তী থানা এলাকায় বোমা বাঁধতে গিয়ে আরও বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি বাসন্তীর তিন নম্বর হেতালখালী গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন গুরুতর জখমও হন। এরপরই বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে বাসন্তী থানার ওসি অর্ধেন্দু শেখর দে সরকারকে সরানোর সিদ্ধান্ত নিল জেলা পুলিশ প্রশাসন। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি বারুইপুর পুলিশ জেলার কর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন