নয়াদিল্লি : পদ্মাবত নিয়ে এবার আসরে নামলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি। পদ্মাবত নিয়ে চলা দেশজুড়ে বিক্ষোভের মধ্যে কেন্দ্রের শাসনাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে গোটা বিষয়টিকে ‘পকোড়া রাজনীতি’ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং তার দল বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন। প্রধানমন্ত্রীকে নজিরবিহীন ভাবে ব্যক্তিগত নিন্দা করে আসাদউদ্দিন ওয়েসি বলেন, তার ৫৬ ইঞ্চের ছাতি শুধুমাত্র মুসলমানদের জন্য। পদ্মাবত নিয়ে চলা বিক্ষোভকে বিজেপির ‘পকোড়া রাজনীতি’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এর আগে হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েসি মুসলিম সম্প্রদায়ের কাছে পদ্মাবত সিনেমা দেখে সময় নষ্ট না করার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, বহু বিতর্কের পরে অবশেষে মুক্তি পেল পদ্মাবত। এর আগে সিনেমাটির প্রদর্শন বন্ধের জন্য রাজস্থান, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশে বিক্ষোভ জানায় রাজপুত সংগঠন কর্নি সেনা। ভাঙচূড় করা হয় একাধিক সিনেমা হল। এমনকি সিনেমা মুক্তি পেলে পরিস্থিতি খারাপ হতে পারে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। রাজ্য সরকারগুলির সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন