মন্তেশ্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । ঘটনাটি মন্তেশ্বরের কুলে গ্রামের। রফিক মণ্ডল নামে ওই যুবককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার কালনা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
অভিযোগ, ১৯ জানুয়ারি লজেন্সের লোভ দেখিয়ে ওই নাবালিককাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় রফিক। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এরপর বাড়িতে গিয়ে কাউকে কিছু জানায়নি নাবালিকা। কিন্তু, রাতের দিকে তার পেটে ব্যথা শুরু হয়। অভিভাবকরা কোনও কিছু বুঝতে না পেরে ব্যথার ওষুধ দেয়। তারপর মঙ্গলবার তাদের বাড়িতে যায় রফিক। সেই সময় তাকে দেখে কাঁদতে শুরু করে নাবালিকা। জিজ্ঞাসা করলে ঘটনার কথা জানতে পারেন বাড়ির লোকেরা। মন্তেশ্বর থানায় রফিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর বুধবার তাকে গ্রেফতারর করে পুলিশ। নাবালিকার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রফিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন