অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে আফগানিস্তান - Aaj Bikel
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে আফগানিস্তান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে আফগানিস্তান

Share This


ক্রাইস্টচার্চ  : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়োজক দেশ নিউজিল্যান্ডকে একতরফা লড়াইয়ে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান৷ ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবীন-উল-হক৷ ওপেনিং জুটির গড়ে দেওয়া শক্ত ভিতে বড় রানের ইমারত গড়ে তোলে আফগানিস্তান৷ রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের জোড়া হাফসেঞ্চুরির দৌলতে প্রথম উইকেটের জুটিতে ১১৭ রান তোলে তারা৷ রহমানুল্লাহ ৬৯ ও ইব্রাহিম ৬৮ রান করে আউট হন৷
এছাড়া হাফসেঞ্চুরি করেন বাহির শাহ ও আজমাতুল্লাহ ওমারজাই৷ বাহির ৬৭ রানে অপরাজিত থাকেন৷ ওমারজাই মাত্র ২৩ বলে ৬৬ রান করে আউট হন৷ তিনি ৩টি চার ও ৭টি ছয় মারেন৷ আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে৷

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৮.১ ওভারে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায়৷ কাটেন ক্লার্ক দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন৷ চারটি করে উইকেট নিয়েছেন মুজিব ও কায়িস আহমেদ৷ একটি উইকেট নিয়েছেন নবীন৷ ২০২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান৷ ম্যাচের সেরা হন ওমারজাই৷ শেষ চারের লড়াইয়ে আফগানিস্তান মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার৷

কোন মন্তব্য নেই: