আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ৮ জন তামিল মত্স্যজীবী - Aaj Bikel
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ৮ জন তামিল মত্স্যজীবী

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ৮ জন তামিল মত্স্যজীবী

Share This

রামেশ্বরম : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ৮ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| ৮ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করার পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের ব্যবহৃত মাছ ধরার দু’টি নৌকাও বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কা নৌসেনা| ধৃত মত্স্যজীবীদের বাড়ি তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার জগদাপট্টিনমে|

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারিশ (পুদুকোট্টাই) কুমারেসণ জানিয়েছেন, বৃহস্পতিবার শ্রীলঙ্কা উপকূলে নেদুনথেভুর কাছে মাছ ধরছিলেন তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার জগদাপট্টিনমের বাসিন্দা ৮ জন মত্স্যজীবী| আচমকাই শ্রীলঙ্কা নৌবাহিনী এসে ৮ জন মত্স্যজীবীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়| মত্স্যজীবীদের গ্রেফতার করার পাশাপাশি তাঁদের মাছ ধরার দু’টি নৌকাও বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কা নৌসেনা| গ্রেফতার করার পর তামিল মত্স্যজীবীদের শ্রীলঙ্কার কাঙ্গেসান্থুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে|

কোন মন্তব্য নেই: