সাধারণতন্ত্র দিবসে জিও’র নতুন অফার দেখলে চমকে উঠবে - Aaj Bikel
সাধারণতন্ত্র দিবসে জিও’র নতুন অফার দেখলে চমকে উঠবে

সাধারণতন্ত্র দিবসে জিও’র নতুন অফার দেখলে চমকে উঠবে

Share This

সাধারণতন্ত্র দিবসে নতুন অফার আনছে রিলায়েন্স জিও। আজ মধ্যরাত থেকে চালু হচ্ছে নয়া অফার। সাধারণতন্ত্র দিবসে নিজের জিও–র নম্বরে রিচার্জ করলেই প্রতিদিন ১.‌৫ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। এর আগে নতুন বছরেও এই অফার দিয়েছিল জিও। ১৪৯ টাকা রিচার্জ করলে ২৮ দিনের জন্য পাওয়া যেত ১ জিবি ডেটা। ৩৪৯ টাকায় পাওয়া যেত ৭০ দিনের জন্য ১ জিবি ডেটা৷ একইভাবে ৩৯৯ ও ৪৪৯ টাকায় যথাক্রমে পাওয়া যেত ৮৪ ও ৯১ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা। নতুন অফারে ওই টাকাতেই গ্রাহকরা পাবেন ১.‌৫ জিবি করে। অন্যদিকে, যে সমস্ত গ্রাহকের ১.‌৫ জিবির প্ল্যান রয়েছে তারা পাবেন প্রতিদিন ২ জিবি করে। সেক্ষেত্রে ১৯৮ টাকায় পাওয়া যাবে ২৮ দিন ২ জিবি করে। ৩৯৮, ৪৪৮ ও ৪৯৮ টাকায় ৭০, ৮৪ ও ৯১ দিনের জন্য পাওয়া যাবে ২ জিবি করে।

কোন মন্তব্য নেই: