তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে ধাক্কা ভারতের - Aaj Bikel
তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে ধাক্কা ভারতের

তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে ধাক্কা ভারতের

Share This


জোহানেসবার্গ  : বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তও কাজে লাগাতে পারল না বিরাট বিগ্রেড। ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা পিছু ছাড়ছে না ভারতের। তৃতীয় টেস্টেও শুরুতেই ফিল্যান্ডারের বলে আউট লোকেশ রাহুল। দলের সাত রানে প্রথম উইকেটের পতন হয়। রাহুল খাতা খুলতে পারেননি। ১৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ভারতের। ৮ রান করে রাবাডার বলে আউট অন্য ওপেনার মুরলী বিজয়। কার্যত ব্যাট হাতে প্রথমদিনেই মুখ থুবড়ে পরল ভারত।

ওয়ান্ডারার্সের প্রাণবন্ত পিচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। রোহিত শর্মার জায়গায় দলে এসেছেন আজিঙ্কা রাহানে। আর অশ্বিনের জায়গায় দলে ফিরলেন পেসার ভূবনেশ্বর কুমার। অর্থাত, কোনও স্পিনার না নিয়েই মাঠে নেমেছে ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে কোহলি বলেন, পিচে ঘাস রয়েছে, কিন্তু উইকেট শক্ত। বড়সড় স্কোর খাড়া করাই লক্ষ্য ভারতীয় দলের।

অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসি বলেছেন, টসে জিতলে তাঁরা বোলিং করার সিদ্ধান্ত নিতেন। দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন হয়েছে। স্পিনার কেশব মহারাজের জায়গায় খেলানো হচ্ছে পেসার আন্দিলে ফেহলুকওয়োকে।
তিন টেস্টের সিরিজে ইতিমধ্যেই ২-০ হেরে গিয়েছে ভারত।

কোন মন্তব্য নেই: