স্বাভাবিক হল তিলোত্তমার লাইফলাইন, স্বস্তিতে মেট্রো যাত্রীরা - Aaj Bikel
স্বাভাবিক হল তিলোত্তমার লাইফলাইন, স্বস্তিতে মেট্রো যাত্রীরা

স্বাভাবিক হল তিলোত্তমার লাইফলাইন, স্বস্তিতে মেট্রো যাত্রীরা

Share This


কলকাতা : স্বাভাবিক হল তিলোত্তমার ‘লাইফলাইন’ মেট্রো পরিষেবা| বুধবার সকাল ৬.৫০ মিনিট থেকে নির্দিষ্ট সময় অন্তর চলছে মেট্রো| কলকাতা মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে| যাত্রীদের কোনও সমস্যা হওয়ার কথা নয়|’ বুধবার সকাল থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অফিস যাত্রীরা|

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ছুটির দিনে আত্মহত্যা ও যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়তে হয় মেট্রো যাত্রীদের| সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত নাকাল হতে হয় মেট্রো যাত্রীদের| মঙ্গলবার সন্ধ্যা ৬.০১ মিনিট নাগাদ শ্যামবাজার স্টেশনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক| আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন| এরপর সন্ধ্যা ৬.৩৬ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়|

 মেট্রো চলাচল স্বাভাবিক হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেন্ট্রাল স্টেশনে পয়েন্টে গোলযোগ ধরা পড়ে| এরপর ফের মেট্রো চলাতল ব্যাহত হয়| এই গোলযোগ মেরামতির আগেই ময়দান মেট্রো স্টেশনে ওয়াই সাইডিং থেকে লাইনে আনার সময় যান্ত্রিক গোলযোগে মেট্রোর একটি রেক লাইনচ্যুত হয়ে যায়| সন্ধে ৭.৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে| এর ফলে কবি সুভাষ থেকে টালিগঞ্জ এবং দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়| আত্মহত্যা, যান্ত্রিক গোলযোগ এবং মেট্রো লাইনচ্যুত হওয়ার কারণে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চরম হয়রানির মুখে পড়েন মেট্রোর যাত্রীরা| রাত ১০টা পর্যন্ত লাইনচ্যুত রেকটি তোলা যায়নি| তবে, বুধবার সকাল থেকে স্বাভাবিক ছন্দেই চলছে কলকাতা মেট্রো|

কোন মন্তব্য নেই: