‘কামাখ্যা কলা উৎসব’-এ নৃত্যাঙ্গনা সোনাল মানসিংহের নৃত্যশৈলী - Aaj Bikel
‘কামাখ্যা কলা উৎসব’-এ নৃত্যাঙ্গনা সোনাল মানসিংহের নৃত্যশৈলী

‘কামাখ্যা কলা উৎসব’-এ নৃত্যাঙ্গনা সোনাল মানসিংহের নৃত্যশৈলী

Share This

গুয়াহাটি : নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যাধামে "কামাখ্যা কলা উৎসব" সম্পন্ন হয়েছে। এই উৎসবের মুখ্য আকর্ষণ ছিল বিখ্যাত নৃত্যাঙ্গানা পদ্মবিভূষণ ডঃ সোনাল মান সিংহের নৃত্যশৈলী।

সোমবার রাতে সোনাল মানসিংহ এবং তাঁর দল "কামাখ্যা কলাপীঠ"(নয়াদিল্লি) এই উৎসবে "দেবী মাহাত্ম্য" নামের এক নৃত্যনাটিকা প্রদর্শন করেছেন। দেবাদিদেব মহাদেব ও পার্বতীর বিবাহ এবং আরও অনেক পৌরাণিক তত্ত্ব নৃত্যের মাধ্যমে তাঁরা তুলে ধরেছেন। উল্লেখ্য প্রখ্যাত নৃত্যাঙ্গনা সোনল মানসিংহ একজন বিচারক, গবেষক, সমাজসেবক, বক্তা, কোরিওগ্রাফার এবং শিক্ষিকাও।

 তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি ও ওডিসি নৃত্যে বিশেষ পারদর্শী। ভারতের বিভিন্ন মন্দিরে তিনি নৃত্য প্ৰদর্শন করেছেন। এই নর্তকি নিজের নৃত্য প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে লোকদের সচেতন করার চেষ্টাও করছেন। "কামাখ্যা কলা উৎসবে" এই বহুমুখী প্রতিভাকে দেখার জন্য তথা তাঁর নৃত্যশৈলীকে দেখার জন্য কামাখ্যাধামে উপচে পড়েছিল দর্শকের ভিড়।

কোন মন্তব্য নেই: