দুর্গাপুর : জেলাপরিষদের আস্ত রাস্তাটাই এবার শিল্পতালুকের রেললাইনের দখলে। বন্ধ হচ্ছে গ্রামে ঢোকার মুল রাস্তা। আর তার প্রতিবাদে সরব গোটা গ্রাম। পড়ল শাসকদলের নেতাকর্মীদের নামে যোগসাজসের অভিযোগে পোষ্টার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদের কোটা গ্রামে।
বুদবুদের কোটা গ্রাম লাগোয়া পানাগড় শিল্পতালুক। গ্রামের বিভিন্ন এলাকায় স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ কোনার, শ্যামল ধর, গোঁসাই বাগদী, সৌরভ দাস, চন্ডীচরন দাস, মনোজ লোহারের নামে সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের দালালির অভিযোগে পোস্টার পড়েছে। আর তা নিয়ে জল্পনা ছড়িয়েছে গোটা শিল্পতালুকে। প্রশ্ন 'দালালি' কেন? অভিযোগ ওই সমস্ত তৃণমূল নেতাকর্মীরা গ্রামবাসীদের ভুল বুজিয়ে গ্রামের রাস্তা বন্ধ করে সিমেন্ট কারখানাকে রেললাইন পাতায় সহযোগিতা করছে। গ্রামের পশ্চিম দিকে সারকারখানা। পুর্ব দিকে নির্মিয়মান সিমেন্ট কারখানা। আর সিমেন্ট কারখানার জন্য পানাগড় ষ্টেশন থেকে রেল লাইন পাতার কাজ চলছে। নতুন রেল লাইন ভুমি থেকে প্রায় ১০ ফুট উঁচুমাটি ভরাট করে কাজ চলছে। নতুন ওই রেললাইন হলে ২ নং জাতীয় সড়ক থেকে কোটা গ্রামসহ ৪-৫ টি গ্রামে যাওয়ার রাস্তা সম্পুর্ন বন্ধ হয়ে যাবে। আর তাতেই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম।
স্থানীয় বাসিন্দা কিষান কর্মকার, হামিদুর রহমান জানান," জাতীয় সড়কে বাসষ্ট্যান্ড। পাশাপাশি তৎসংলগ্ন পঞ্চায়েত অফিস, ব্যাঙ্ক। নতুন রেললাইন হলে পঞ্চায়েত অফিস যেতে হলে প্রায় ৮ কিলোমিটার ঘুরপথে যেতে হবে। এছাড়া বাসস্ট্যান্ড যাওয়ার চরম সমস্যায় পড়তে হবে।" ইতিমধ্যে গ্রামবাসীরা সংগঠিত হয়ে প্রশাসনিক সমস্ত জায়গায় অভিযোগও জানিয়েছে। কিন্তু তাতেও কোন সুরাহাতো দুরঅস্ত উল্টে জোরকদমে চলছে রেললাইন পাতার কাজ।
জানাগেছে, কোটাগ্রাম যাওয়ার ওই সড়কটি জেলাপরিষদের। বছরখানেক আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মান কাজ হয়েছে। আর প্রশ্ন এখানে। গ্রামবাসীদের যাতায়াতের রাস্তা বন্ধ করে কিভাবে রেললাইন পাতার ছাড়পত্র দেওয়া হল? যদিও এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ কোনার কোন মন্তব্য করতে চায়নি। তবে তৃণমূলের আউশগ্রাম -২ নং ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ জানান," মুল রাস্তা বন্ধ করে, গ্রামবাসীদের সমস্যায় ফেলা বরদাস্ত করা হবে না। আমরা সিমেন্ট সংস্থাকে স্পষ্ট জানিয়েছে, রেললাইন হলে গ্রামবাসীদের যেন কোন সমস্যা না হয়। পোস্টারগুলি মানুষকে বিভ্রান্তি করার জন্য বিরোধীর দিয়েছে" পুর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান," এধরনের সমস্যার কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন