আগরতলা : রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক কারচুপি ঘিরে নির্বাচন কমিশন সক্রিয় হয়েছে। নির্বাচন কমিশন থেকে আধিকারিকদের একটি দলকে আগরতলায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রাজ্যে এসে পৌঁছে গেছেন।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে ৬০টি বিধানসভা কেন্দ্র থেকেই বিস্তর অভিযোগ আসতে শুরু করেছে। প্রচুর ভুয়ো বাংলাদেশি নাগরিক এবং মৃত ভোটারের নাম রয়ে গেছে বলে অভিযোগ। বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো ভোটার থাকার প্রমাণ ও পাওয়া গেছে। আবার একেই ভোটারের নাম একাধিক স্থলে রাখার অভিযোগও উঠেছে।
রাজ্য নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সমস্যা রয়েছে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগও গেছে। আর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুনীকান্ত নিজেও নির্বাচন কমিশনের কাছে জটিলতার কথা স্বীকার করেছেন।
রাজ্য নির্বাচন দফতরের এই আধিকারিক আরও জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হতে এবং সরজমিনে যাবতীয় বিষয় খতিয়ে দেখতে নির্বাচন কমিশন থেকে এক ঝাঁক আধিকারিকদের পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রাজ্যে এসে পৌঁছে গেছেন। গতকাল রাতে কয়েকজন আধিকারিক এসেছেন। তারা সোমবার খোয়াই মহকুমায় বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে অভিযোগ গুলি ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পৌঁছে গেছেন।বাকি আধিকারিকরা সোমবার রাতের মধ্যে রাজ্যে এসে পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন