মুম্বই : মারা গেলেন অভিনেত্রী চারু রোহতগি৷ ইস প্যায়ার কো ক্যায়া নাম দু ৩-এ বরুণ সবতির দিদার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে৷ সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে সূত্রের খবর৷
ইশাকজাদে ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল পরিণীতি চোপড়ার মা-এর ভূমিকায়৷ অভিনেত্রীর প্রয়াণে ট্যুইটারে শোক প্রকাশ করেন পরিণীতি৷ বহু ধারাবাহিকেই অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন চারু রোহতগি৷ প্রতিজ্ঞা, উত্তরণ থেকে ত্রিদেবিয়াঁ, এমনই বহু ধারাবাহিক, কমেডি শো-তে চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ঘনিষ্ঠমহল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন