সরকারি উদ্যোগে তফশিলি জাতির উপর অত্যাচার গোপন করার অভিযোগ - Aaj Bikel
সরকারি উদ্যোগে তফশিলি জাতির উপর অত্যাচার গোপন করার অভিযোগ

সরকারি উদ্যোগে তফশিলি জাতির উপর অত্যাচার গোপন করার অভিযোগ

Share This

আগরতলা  : ত্রিপুরায় তফশিলি জাতি-উপজাতিদের অত্যাচারের বিষয়ে রাজ্য সরকার প্রকৃতপক্ষে কোনও রিপোর্টই রাখছে না। যদিও রাজ্যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর অত্যাচার যথেচ্ছ ভাবে বেড়ে গেছে বলে বিজেপি অভিযোগ করছে। বিজেপি-র মতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার গোপনীয়তা অবলম্বন করছে।

রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা একসময়ে সিপিআইএম-এর ডাকসাইটে নেতা বর্তমানে বিজেপি-র তফশিলি জাতি মোর্চার দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সরকার জানিয়েছেন, "ত্রিপুরায় তফশিলি জাতিগোষ্ঠীর উপর অত্যাচারের বিষয়টি ইতিমধ্যে জাতীয় কমিশনে জানানো হয়েছে। জাতীয় তফশিলি জাতি কমিশনে বেশ কিছু তথ্য জমা দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার কীভাবে সংশ্লিষ্ট বিষয়ে গোপনীয়তা অবলম্বন করছে তারও বিস্তারিত বিবরণ জমা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তফশিলি জাতি কমিশনের এক সদস্য এবং আধিকারিকদের একটি দল রাজ্য সফর করে গেছেন। ত্রিপুরায় সঠিক পরিস্থিতি দেখে তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন।"

জিতেন্দ্র সরকার বলেন, "যাবতীয় তথ্য অনুসন্ধানের পর দেখা গেছে, নির্যাতনের বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু অভিযোগগুলি লিপিবদ্ধ করার সময় তাঁদের জাতিগত বিষয়গুলি উল্লেখ করা হয়নি। এমন-কি পুলিশ অভিযোগ লিপিবদ্ধ করার সময় তফশিলি জাতি অংশের উপর অত্যাচারের বিষয়ে সুনির্দিষ্ট আইনে মামলাও নেয়নি। এই আইন মোতাবেক দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যায়।"

তিনি বলেন, "রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ সব কাজ করছে। সত্যকে আড়াল করতে চাইছে। কারণ বামশাসনে ক্ষমতায় টিঁকে থাকার জন্য তফশিলি জাতি অংশের মানুষের উপরই সর্বাধিক অত্যাচার হয়েছে। তাঁদের দাবিয়ে রাখার জন্য বলপ্রয়োগ করা হয়। অত্যাচারের বিরুদ্ধে পুলিশের কাছে গেলেও বিশেষ কোনও কাজ হয় না। ত্রিপুরায় সরকারই এ ধরনের কাজে প্রশ্রয় দিচ্ছে।"
উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় থানায় অভিযোগ করার ক্ষেত্রে জাতি-গোষ্ঠীর উল্লেখ করা হয় না। ফলে ত্রিপুরায় জাতিগত কারণে কেউ অত্যাচারের স্বীকার কিনা তা-ও প্রকাশ্যে আসে না। কিন্তু জাতীয় তফশিলি জাতি কমিশন এ বিষয়ে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে।

কোন মন্তব্য নেই: