বীরভূম : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক গৃহ বধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার পুরন্দরপুরের বাঁশরা গ্রামে। ঘটনায় অভিযুক্ত স্বামী ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। ঘটনার পর থেকেই পলাতক স্বামী।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিন পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত গৃহবধূ হলেন অর্চনা সাহা(৪৩)। অভিযুক্ত স্বামী হলেন মৃনাল কান্তি সাহা। তাঁদের দুই ছেলেও আছে। মঙ্গলবার দুপুরে গৃহবধূকে সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করেন তাঁর স্বামী। সন্ধ্যাতে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। মৃতার পরিবারের অভিযোগ গৃহবধূকে বাড়িতে দরজা বন্ধ করে তার স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। যদিও তাঁর স্বামী রান্নার গ্যাস থেকে অগ্নিকান্ড বলে প্রতিবেশীদের জানায়। বছর সাতেক ধরে অন্য এক মহিলার সঙ্গে মৃনাল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে বলে অভিযোগ। তার পর থেকেই তাঁর স্ত্রীকে মারধোর এর মাত্রা বাড়তে থাকে।
এর পর স্ত্রী তাঁর দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করে। গত এক বছর আগে তাঁর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে তার স্বামী। যদিও ছেলেরা তাঁর মামার বাড়িতেই থাকতো। স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আশার পর মাস তিনেক ঠিকঠাক চললেও ফের পুরোনো গণ্ডগোল শুরু হয়। মঙ্গলবার দুপুরে মৃনালের ভাই গৃহবধুর বাবার বাড়িতে ঘটনার কথা ফোনে জানায়। তাঁর পর বাবার বাড়ির লোকজন ছেলে সহ হাঁসপাতালে আসেন বিকেলে। তখন গৃহবধূ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ও পরে মারা যান। সিউড়ি থানায় মৃনাল সাহা ও তাঁর প্রমিকা রেক্সোনা খাতুনের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করে দুই ছেলে ও বাবার বাড়ির লোকজন। মৃতার ছেলে রাধারমন সাহা বলেন, প্রথম থেকেই মায়ের উপর শারীরিক ভাবে বাবা অত্যাচার করতো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার কারনে। পরে মা সহ আমরা মামার বাড়িতে চলে যায়। মা কে বাবা নিয়ে আসে। তাঁর পর এই ঘটনা। বাবা মাকে গায়ে কোরসিন ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন