শৈত্যপ্রবাহ অব্যাহত, বিহারে ক স্কুলগুলিকে ১৯ জানুয়ারি পর্যন্ত বনধের নির্দেশ - Aaj Bikel
শৈত্যপ্রবাহ অব্যাহত, বিহারে ক স্কুলগুলিকে ১৯ জানুয়ারি পর্যন্ত বনধের নির্দেশ

শৈত্যপ্রবাহ অব্যাহত, বিহারে ক স্কুলগুলিকে ১৯ জানুয়ারি পর্যন্ত বনধের নির্দেশ

Share This

পাটনা : বিহারে শৈত্যপ্রবাহের জের অব্যাহত | মকর সংক্রান্তির পর তাপমাত্রা কিছুটা বাড়বে বলে মনে করা হলেও এখনও পাটনা সহ একাধিক জেলায় তাপমাত্রা বাড়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না| সকালের দিকে ঘন কুয়াশা এবং ধোয়ার জেরে বিহারের স্বাভাবিক জনজীবন ব্যহত| অধিক ঠান্ডা ও কুয়াশার জন্য পাটনায় সমস্ত সরকারি এবং বেসরকারি প্রাথমিক স্কুল গুলোকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে|

বুধবার পাটনায় এই নির্দেশ দিয়ে জেলা শাসক কুমার রবি জানিয়েছেন, সিআরপিসি-র ১৪৪ ধারা অনুযায়ী এই নির্দেশ জারি করা হয়েছে| তিনি এদিন জানিয়েছেন, এই নিয়ম অনুযায়ী প্রত্যেক সরকারী এবং বেসরকারী স্কুলগুলিকে এই ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে| পাশাপাশি যে স্কুল কর্তৃপক্ষ এই নিয়ম উলংঘন করবে সেই স্কুলের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে|

উল্লেখ্য এই মরশুমে বিহারে এই নিয়ে চারবার স্কুলের ছুটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| স্কুল দফতর সূত্রে জানা গিয়েছে, জেলা শাসক পাটনার সব সরকারী এবং বেসরকারী স্কুলগুলির পঞ্চম শ্রেনীর পর্যন্ত আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন| এছাড়াও পঞ্চম শ্রেনীর ওপরের ক্লাস গুলির ক্ষেত্রে ১৯ জানুয়ারি পর্যন্ত সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছেন| এই নির্দেশ সকল সরকারী এবং বেসরকারী স্কুলগুলির ওপর লাগু হবে বলে জানিয়েছেন| পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি কোনও স্কুল কর্তৃপক্ষ এই নিয়মের বাইরে যান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নয়া হবে|

কোন মন্তব্য নেই: