চার দেশীয় হকি টুর্নামেন্টে জাপানকে ৬-০ গোলে হারাল ভারত - Aaj Bikel
চার দেশীয় হকি টুর্নামেন্টে জাপানকে ৬-০ গোলে হারাল ভারত

চার দেশীয় হকি টুর্নামেন্টে জাপানকে ৬-০ গোলে হারাল ভারত

Share This


অকল্যান্ড  : চার দেশীয় হকি টুর্নামেন্টে জাপানকে ৬-০ গোলে হারাল ভারত। ব্লেক পার্কে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ভারতের হয়ে গোল করেন রুপিন্দর পাল সিং, বিবেক সাগর প্রসাদ, দিলপ্রীত সিং এবং হরমনপ্রীত সিং। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় ভারতীয় হকি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

বুধবার শুরু থেকেই ম্যাচের লাগাম ভারতের হাতে ছিল। খেলোয়াড়রা প্রত্যেকেই নিজেদের মধ্যে ছোটো ছোটো পাস খেলছিল। খুব সহজেই জাপানের রক্ষণ ভাঙতে পারছিল। ম্যাচের সাত মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। সেই সুযোগকে হাতছাড়া করেননি রুপিন্দর পাল সিং। অভিষেক ম্যাচেই জোরালো শটে দলকে ২-০ গোলে এগিয়ে দেয় বিবেক সাগর প্রসাদ (১২ মিনিট)। দ্বিতীয় কোয়ার্টারে ভারত ক্রমাগত জাপানের উপর চাপ বাড়াতে থাকে। ২৮ মিনিটে তৃতীয় গোলটি করেন সেই বিবেকই।

অার ৩৫ মিনিটে মনদীপ সিংয়ের অসাধারণ একটি দৌড় জাপানের ডিফেন্স ছিন্নভিন্ন করে দেয়। মনদীপ হাতের কাছে পান দিলপ্রীত সিংকে। তাঁর দিকেই বল বাড়িয়ে দেন। সেই সুযোগ কাজে লাগায় দিলপ্রীত।প্রথমবার গোলকিপারের প্যাডে লেগে বল ফেরত আসে। কিন্তু ফিরতি বলকে আবার তিনি গোলে ঢুকিয়ে দেন। চতুর্থ গোল হয় ভারতের। ৪০ মিনিটে পঞ্চম গোলটি করেন হরমনপ্রীত সিং। অবশেষে ৪৫ মিনিটে শেষ গোলটি দেন সেই দিলপ্রীত সিং। আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত।

কোন মন্তব্য নেই: