বহরমপুর : জালনোট পাচার চক্রের এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম রবিউল শেখ। তার বাড়ি মালদার কালিয়াচকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ওই পাচারকারীকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুর পঞ্চাননতলা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে তিন লাখ টাকার জালনোট। উদ্ধার হওয়া সবগুলো দু’হাজার টাকার নোট বলে পুলিশ জানিয়েছে।
জালনোট পাচার রুখতে উদ্বিগ্ন জেলা পুলিশ। পাচারে লাগাম টানতে পুলিশ ক্রমশ বিব্রত হয়ে পড়ছে। এতদিন সুতি, সামশেরগঞ্জ, লালগোলা এলাকায় জালনোট পাচারের জাল বিস্তার করে কারবার চালাচ্ছিল পাচারকারীরা। এবার জেলা সদর বহরমপুরে জালনোট চক্র ঢুকে পড়ায় জেলা পুলিশের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কালিয়াচকের বাসিন্দা রবিউল শেখ নোট পাচারে ক্যারিয়ারের কাজ করত। বহরমপুর পঞ্চানন তলায় নোট হাত বদলের জন্য অপেক্ষা করছিল। সেই খবর পেয়ে পুলিশ পঞ্চানন তলায় অভিযান চালিয়ে ওই পাচাকারীকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে দু’হাজার টাকার নোটের সাড়ে তিন লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরও পুলিশ জানতে পারেনি কোথায় কাকে নোটগুলি দেওয়া হত। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাও জানতে পারেনি পুলিশ। তবে বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে রবিউল শেখকে পুলিশ হেপাজতে নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন