পশ্চিমবঙ্গের জন্য GST প্রদানে নয়া ওয়েবসাইট - Aaj Bikel
পশ্চিমবঙ্গের জন্য GST প্রদানে নয়া ওয়েবসাইট

পশ্চিমবঙ্গের জন্য GST প্রদানে নয়া ওয়েবসাইট

Share This

কলকাতা: এ রাজ্যে যাঁরা জিএসটি প্রদান করেন, তাঁদের জন্য আলাদা একটি ওয়েবসাইট আনল সিজিএসটি অ্যান্ড সিএক্স কলকাতা জোন। www.cgstkolkata.gov.in নামে ওয়েবসাইটের উদ্বোধন করেন চিফ কমিশনার অরবিন্দ সিং। তিনি বলেন, কলকাতা জোন থেকে পশ্চিমবঙ্গ সহ আন্দামান এবং নিকোবরের জিএসটি সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করা হয়। 

কেন্দ্রীয়ভাবে দপ্তরের একটি আলাদা ওয়েবসাইট থাকলেও, এই আঞ্চলিক ওয়েবসাইটটি আরও বেশি গ্রহণযোগ্য এবং গ্রাহক বান্ধব হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা ছাড়াও যাঁরা জিএসটি’র উপদেষ্টা হিসেবে কাজ করেন, তাঁদের পাশাপাশি সাধারণ মানুষও ওই ওয়েবসাইট থেকে উপকৃত হবেন। এর আগে ‘জিএসটি রেট ইজি’ নামে একটি মোবাইল অ্যাপ এনেছিল কলকাতা জোন। সেখানে বাংলা এবং ইংরেজি ভাষায় জিএসটি রেট নিয়ে বিস্তর তথ্য দেওয়া আছে। সেই অ্যাপটিকেও এই নয়া ওয়েবসাইটের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ কমিশনার।

কোন মন্তব্য নেই: