আয়কর দাখিলের নয়া ফর্মের বিজ্ঞপ্তি জারি - Aaj Bikel
আয়কর দাখিলের নয়া ফর্মের বিজ্ঞপ্তি জারি

আয়কর দাখিলের নয়া ফর্মের বিজ্ঞপ্তি জারি

Share This


নয়াদিল্লি: ২০১৮-১৯ আর্থিক বছরের আয়কর দাখিলের জন্য নয়া ফর্মের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। আইটিআর-এর সাতটি ফর্মের বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে তারা। কিছু করদাতা বাদে সবকটি ফর্মই বৈদ্যুতিন বা অনলাইনে পূরণ করতে হয়। তার মধ্যে সবথেকে সাধারণ হল আইটিআর-১ বা সহজ। যা বেতনভোগী করদাতাদের দাখিল করতে হয়। 

গত আর্থিক বছরে এই করদাতাদের সংখ্যা ছিল ৩ কোটি। যে ভাতাগুলিতে কর ছাড় পাওয়া যায় না, নয়া ফর্মে তার জন্য একটি ঘর রাখা হয়েছে। বেতনের সঙ্গে ঘর ভাড়া থেকে প্রাপ্ত আয় করদাতাকে দেখাতেই হবে। তবে বিষয়টি ফর্মে সহজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিবিডিটির মুখপাত্র সুরভী আলুওয়ালিয়া। আয়করের ওয়েবসাইট www.incometaxindia.gov.in-এ ঢুকে নতুন আইটিআর ফর্মগুলি পূরণ করতে হবে। কর দাখিলের শেষ দিন ৩১ জুলাই।

কোন মন্তব্য নেই: