রেল যাত্রীদের জন্য খারাপ খবর শোনাল রেলমন্ত্রক - Aaj Bikel
রেল যাত্রীদের জন্য খারাপ খবর শোনাল রেলমন্ত্রক

রেল যাত্রীদের জন্য খারাপ খবর শোনাল রেলমন্ত্রক

Share This


নয়াদিল্লি: ট্রেনে এবং স্টেশনে ভারতীয় রেল বা তার ক্যাটারিং শাখা আইআরসিটিসি’র সরবরাহ করা খাবারের দাম আরও বাড়তে চলেছে। কারণ, এই সমস্ত পণ্যের ওপর খুব শীঘ্রই বসতে চলেছে ৫ শতাংশ জিএসটি। ১ জুলাই থেকে সারাদেশে অভিন্ন পরোক্ষ কর ব্যবস্থা জিএসটি চালু হয়। 

জিএসটির আওতায় আইআরটিসির দেওয়া খাবারও থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সূত্রের খবর, ৩১ মার্চ রেল বোর্ডকে চিঠি লিখে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সমস্ত অনিশ্চয়তা দূর করে পাঁচ শতাংশ জিএসটি বসানোর কথা জানিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই: