নয়াদিল্লি: সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে প্রায় ১১০টি যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। ফলে, এটাই হবে সাম্প্রতিক বছরে বিশ্বের বৃহত্তম সামরিক চুক্তি। এর জন্য প্রাথমিক দরপত্র তথা ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (আরএফআই) ইস্যু করেছে বায়ুসেনা।
ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে এই যুদ্ধবিমানগুলি তৈরি করবে এক বিদেশি সংস্থা। কয়েক হাজার কোটি ডলারের একটি চুক্তির বরাত পেতে প্রতিযোগিতায় নেমেছে লকহিড মার্টিন, বোয়িং, সাব, ডাসাল্টের মতো প্রথম সারির যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা। ২০১৩ সালে ১২৬টি ‘মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট’ ক্রয়ের চুক্তি বাতিল করেছিল কেন্দ্র। এর আগে ২০১৬ সালে আনুমানিক ৫৯ হাজার কোটি টাকায় ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে নরেন্দ্র মোদি সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন