উচ্চ মাধ্যমিকে কঠিন প্রশ্ন, নম্বর নিয়ে চিন্তায় পড়ুয়ারা - Aaj Bikel
উচ্চ মাধ্যমিকে কঠিন প্রশ্ন, নম্বর নিয়ে চিন্তায় পড়ুয়ারা

উচ্চ মাধ্যমিকে কঠিন প্রশ্ন, নম্বর নিয়ে চিন্তায় পড়ুয়ারা

Share This

কলকাতা: উচ্চ মাধ্যমিকে ফিজিক্স পরীক্ষার প্রশ্নপত্র সাধারণ মেধার ছাত্রছাত্রীদের পক্ষে বেশ কঠিন হয়েছে। শুধু পরীক্ষার্থীরাই নন, শিক্ষকরাও একই কথা বলছেন। বিগত কয়েক বছরের ধারার একেবারে উল্টোপথে হেঁটেছে এবারের প্রশ্নপত্র। শুধু তাই নয়, প্রশ্নও হয়েছে বেশ প্যাঁচালো। পরিস্থিতি এমনই, সাধারণ বা অতিসাধারণ পরীক্ষার্থীরা পাশ মার্ক উঠবে কি না, সেই ভয়ে রয়েছেন। অথচ, যে সব বিষয়গুলির প্রশ্ন সাধারণত কঠিন হওয়ার অভিযোগ ওঠে, সেই ইংরেজি এবং অঙ্ক নিয়ে খুশি পরীক্ষার্থীরা। কেমিস্ট্রির প্রশ্নপত্র নিয়েও তেমন কোনও অভিযোগ নেই। বরং কলা বিভাগে এডুকেশন-এর প্রশ্ন বেশ কঠিন মনে হয়েছে পরীক্ষার্থীদের। বিভিন্ন সাল-তারিখ এসেছে, যার উত্তর দিতে গিয়ে কার্যত মাথার চুল ছিঁড়তে হয়েছে বহু পরীক্ষার্থীকেই।

কোন মন্তব্য নেই: