জঙ্গিদের হাতে নিহত দুই শ্রমিক পরিবারকে চাকরি দিল রাজ্য - Aaj Bikel
জঙ্গিদের হাতে নিহত দুই শ্রমিক পরিবারকে চাকরি দিল রাজ্য

জঙ্গিদের হাতে নিহত দুই শ্রমিক পরিবারকে চাকরি দিল রাজ্য

Share This


কলকাতা: ইরাকের মসুলে আইএস জঙ্গিদের হাতে খুন হওয়া নদীয়ার দুই শ্রমিক পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই দুই মৃত শ্রমিক সমর টিকাদার ও খোকন শিকদারের স্ত্রী ও সন্তানদের নবান্নে ডেকে পাঠিয়েছিলেন। প্রয়াত সমরবাবুর স্ত্রী দীপালি টিকাদার এবং প্রয়াত খোকনবাবুর স্ত্রী নমিতা শিকদারের হাতে রাজ্য সরকারের তরফে এককালীন পাঁচ লক্ষ টাকার চেক এবং হোমগার্ডে নিয়োগের পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এরইসঙ্গে মৃত দুই শ্রমিকের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে যাতে কোনও সমস্যা না হয়, তাও দেখা হবে বলে আশ্বস্ত করেন মমতা।

কোন মন্তব্য নেই: