বেজিং: জি জিনপিং ইতিমধ্যেই চিনে জীবনভর একনায়কতন্ত্র স্থাপন করেছেন। এবার তিনি চিনের পরবর্তী প্রজন্মকেও কমিউনিস্ট দলের প্রতি জন্মগতভাবে অনুগত বানাতে চান। তাই স্পার্ম ব্যাংকে শুক্রাণু দান করতে হলেও কমিউনিস্ট পার্টির অনুগত হতে হবে বলে ফতোয়া জারি করা হয়েছে। পেকিং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় হাসপাতাল বুধবার থেকে শুক্রাণু দানের ক্যাম্প করেছে।
আগামী ২৩ মে পর্যন্ত শুক্রাণু দান করতে পারবেন দাতারা। তবে দাতাদের অবশ্যই শাসনাধীন চিনা কমিউনিস্ট পার্টির অনুগত হতে হবে। এছাড়া দাতাকে ২০ বছরের বেশি বয়সি হতে হবে, চুল পড়ার কোনও লক্ষণ, বর্ণান্ধ এবং ওজনের সমস্যা থাকলে চলবে না। তাঁকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দাতাদের দু’রাউন্ড পরীক্ষা হবে। প্রথম দফায় শুক্রাণুর মান এবং দ্বিতীয় দফায় দাতা সুস্থ-সবল কি না তার পরীক্ষা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন