কমনওয়েলথ গেমসে ফের স্বর্ণপদক জয় ভারতের - Aaj Bikel
কমনওয়েলথ গেমসে ফের স্বর্ণপদক জয় ভারতের

কমনওয়েলথ গেমসে ফের স্বর্ণপদক জয় ভারতের

Share This

গোল্ড কোস্ট: গোল্ড কোস্ট সিটিতে আবারও স্বর্ণপদক জয় ভারতের| কমনওয়েলথ গেমসে পুনরায় কামাল করলেন ভারোত্তোলকরা| ভারোত্তোলনে তৃতীয় স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে| মীরাবাই চানু ও সঞ্জিতা চানুর পর এবার সতীশকুমার শিবলিঙ্গম| 

শনিবার পুরুষদের ৭৭ কেজি বিভাগে সোনা জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম| মোট ৩১৭ কেজি তুলে সতীশকুমার পরাস্ত করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ইংল্যান্ডের জ্যাক অলিভারকে| সতীশকুমার এদিন ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৭৪ কেজি তোলেন এবং স্ন্যাচ বিভাগে তিনি ১৪৪ কেজি লিফ্ট করেন| মোট ৩১২ কেজি ভারোত্তোলন করে দ্বিতীয় স্থানে রুপো জিতে নেন জ্যাক| তৃতীয় স্থান অধিকার করেছেন অস্ট্রেলিয়ার ফ্রাঁসোয়া এতাউন্দি| এদিন তিনি ৩০৫ কেজি ওজন তোলেন|

এর আগে ২০১৪ সালে গ্লাসগো-তে আয়োজিত কমনওয়েলথ গেমস-এও দেশের জন্য সোনা জিতেছিলেন ২৫ বছর বয়সি সতীশকুমার শিবলিঙ্গম| সতীশকুমারের এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| শনিবার সকাল ৭.৪০ মিনিট নাগাদ টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ‘তৃতীয় দিনেও আমাদের গর্বিত করলেন ভারোত্তোলকরা| পুরুষদের ৭৭ কেজি বিভাগে সোনা জেতার জন্য অভিনন্দন সতীশকুমার শিবলিঙ্গম|’ সতীশের জয়ের পরই তাঁকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ|

এই নিয়ে চলতি বছরের কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত তিনটে স্বর্ণপদক হল ভারতের ঝুলিতে| মণিপুরি কন্যা মীরাবাই চানু ও সঞ্জিতা চানুর হাত ধরে ইতিমধ্যে দু’টি স্বর্ণপদক এসেছে ভারতের ঘরে| আর শনিবার দেশের মুখ উজ্জ্বল করে তৃতীয় স্বর্ণপদক জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম|

কোন মন্তব্য নেই: