সোনারপুর: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সহপাঠির গোপন ছবি ছড়ানো ও কলেজ চত্বরে সেই ছবির পোস্টার লাগিয়ে বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সোনারপুর থেকে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করল পুলিশ| ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের নাম হল, অক্ষয় দে। শুক্রবার রাতে অক্ষয়কে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
সোনারপুর থানার অন্তর্গত ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী কয়েকদিন আগে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁর ছবি সুপার ইম্পোজ করে বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কলেজের বিভিন্ন জায়গায় সেই ছবি ও ওই ছাত্রীর ফোন নম্বর দিয়ে কল গার্লের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই অভিযোগ পেয়েই সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে সাহায্য নেওয়া হয় সিআইডি-র সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের।
তদন্তে নেমে শুক্রবার রাতে সোনারপুর থানার অন্তর্গত গড়িয়া এলাকা থেকে অভিযুক্ত অক্ষয় দে নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একাধিক সিম কার্ড ও স্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে সোনারপুর থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন