১৫ এপ্রিল থেকে রাজধানী আর খড়্গপুর স্টেশনে ঢুকবে না - Aaj Bikel
১৫ এপ্রিল থেকে রাজধানী আর খড়্গপুর স্টেশনে ঢুকবে না

১৫ এপ্রিল থেকে রাজধানী আর খড়্গপুর স্টেশনে ঢুকবে না

Share This

কলকাতা: এমাসের ১৫ এপ্রিল থেকে নিউদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস আর খড়্গপুর স্টেশনে ঢুকবে না। হিজলি স্টেশন দিয়ে চলাচল করবে। আগামী ২৪ এপ্রিল থেকে পুরুষোত্তম, ২৫ এপ্রিল থেকে পুরী-নিউদিল্লি নন্দনকানন ভায়া আদ্রা ও আগস্ট মাসের ৩ তারিখ থেকে নীলাচল এক্সপ্রেসও খড়্গপুরের বদলে হিজলি দিয়ে চলাচল করবে।

শুক্রবার খড়্গপুরের ডিআরএম কে রবিন রেড্ডি এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, এই সব ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য খড়্গপুর স্টেশন থেকে হিজলি স্টেশন পর্যন্ত বাস চালাবে রেল। প্রথমে একটা বাস চলবে। পরে যাত্রীদের চাহিদার দিকে তাকিয়ে আরও বাস বাড়ানো হবে।

কোন মন্তব্য নেই: