কাঁথি : পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকে কড়া নিরাপত্তার মধ্যে বিজেপি ব্লক সভাপতি নোমিনেশন জমা করল । এতদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার নিরিখে শাসকদল বহু জায়গাতেই বিরোধীশুন্য জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে পড়েছিল।কিন্তু তাদের সেই দাবিকে নস্যাৎ করতে ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়েছে বিরোধী শিবির ।
শনিবার রামনগর-১ব্লক অফিসে কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা দিতে দেখা গেল রামনগর-১ব্লক বিজেপির সভাপতি তপন মাইতির নেতৃত্বে বহু বিজেপি প্রার্থীদের।রামনগর-১ব্লক বিজেপির সভাপতি তপন মাইতির দাবি,গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ইতিমধ্যে বিজেপির প্রায় ৭৫ শতাংশ মনোনয়ন জমা পড়েছে।আগামী সোমবার আমরা ১০০শতাংশ মনোনয়ন জমা দেব।তাঁর অভিযোগ,বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীকে ভয় দেখাচ্ছে তৃণমুল।
আবার অনেককে মনোনয়ন তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে।"রামনগর-১ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি নিতাই চরণ সার বলেন,"বিজেপি-সিপিএম জোট করে জায়গায় প্রার্থী দিচ্ছে।এখানে কোন সন্ত্রাসের বাতাবরণ নেই।বিজেপির সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন।গ্রামের মানুষ উন্নয়নের নিরিখে তৃণমুল কংগ্রেসকে ভোট দেবে।"তবে সবমিলিয়ে এখনও যা দেখা যাচ্ছে,শাসকদলের বিরোধী শূন্য দাবি নস্যাৎ হতে চলেছে।
শনিবার রামনগর-১ব্লক অফিসে কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা দিতে দেখা গেল রামনগর-১ব্লক বিজেপির সভাপতি তপন মাইতির নেতৃত্বে বহু বিজেপি প্রার্থীদের।রামনগর-১ব্লক বিজেপির সভাপতি তপন মাইতির দাবি,গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ইতিমধ্যে বিজেপির প্রায় ৭৫ শতাংশ মনোনয়ন জমা পড়েছে।আগামী সোমবার আমরা ১০০শতাংশ মনোনয়ন জমা দেব।তাঁর অভিযোগ,বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীকে ভয় দেখাচ্ছে তৃণমুল।
আবার অনেককে মনোনয়ন তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে।"রামনগর-১ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি নিতাই চরণ সার বলেন,"বিজেপি-সিপিএম জোট করে জায়গায় প্রার্থী দিচ্ছে।এখানে কোন সন্ত্রাসের বাতাবরণ নেই।বিজেপির সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন।গ্রামের মানুষ উন্নয়নের নিরিখে তৃণমুল কংগ্রেসকে ভোট দেবে।"তবে সবমিলিয়ে এখনও যা দেখা যাচ্ছে,শাসকদলের বিরোধী শূন্য দাবি নস্যাৎ হতে চলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন