
গোপালগঞ্জ : বিহারে চলন্ত বাসে ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে ঝামেলার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গর্তের মধ্যে পড়ে উল্টে গেল যাত্রীবাহী বাস | এই ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হন| এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিরাব বেলায় বাসটি যাত্রী নিয়ে বিহারের গোপালগঞ্জ থেকে পাটনার দিকে আসছিল| সেই সময় বাসটি যখন মীরগঞ্জের জিগনা ঢালার কাছে আসে তখনই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে কিছু কারণ নিয়ে তুমুল ঝামেলা বাধে| এই ঝামেলার মধ্যে বাসচালক অন্যমনস্ক হয়ে যায়| এর পরেই বাসটি নিয়ন্ত্র হারিয়ে রাস্তার পাশে একটি একটি বড় গর্তে পড়ে উল্টে যায়| এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয় মানুষ প্রাথমিক উদ্ধার কার্য চালায়| পরে খবর পেয়ে জেলাশাসক, পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়| এবং যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে|
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছে| আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক| তাদের গোপালগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়| পুলিশ জানিয়েছে আহতরা বেশির ভাগ পাটনার বাসিন্দা| তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন