ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে ঝামেলার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত - Aaj Bikel
ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে ঝামেলার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত

ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে ঝামেলার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত

Share This


গোপালগঞ্জ   : বিহারে চলন্ত বাসে ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে ঝামেলার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গর্তের মধ্যে পড়ে উল্টে গেল যাত্রীবাহী বাস | এই ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হন| এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে|

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিরাব বেলায় বাসটি যাত্রী নিয়ে বিহারের গোপালগঞ্জ থেকে পাটনার দিকে আসছিল| সেই সময় বাসটি যখন মীরগঞ্জের জিগনা ঢালার কাছে আসে তখনই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টারের মধ্যে কিছু কারণ নিয়ে তুমুল ঝামেলা বাধে| এই ঝামেলার মধ্যে বাসচালক অন্যমনস্ক হয়ে যায়| এর পরেই বাসটি নিয়ন্ত্র হারিয়ে রাস্তার পাশে একটি একটি বড় গর্তে পড়ে উল্টে যায়| এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয় মানুষ প্রাথমিক উদ্ধার কার্য চালায়| পরে খবর পেয়ে জেলাশাসক, পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়| এবং যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে|

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছে| আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক| তাদের গোপালগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়| পুলিশ জানিয়েছে আহতরা বেশির ভাগ পাটনার বাসিন্দা| তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি|

কোন মন্তব্য নেই: