রেল স্টেশনে লাইনের উপর থেকে রক্তাত্ব দেহ উদ্ধার যুবকের - Aaj Bikel
রেল স্টেশনে লাইনের উপর থেকে রক্তাত্ব দেহ উদ্ধার যুবকের

রেল স্টেশনে লাইনের উপর থেকে রক্তাত্ব দেহ উদ্ধার যুবকের

Share This

কাঁথি   : দিঘা রেল স্টেশনের অদূরে রেল লাইনের ওপর এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই যুবকের পরনে ট্রাকস্যুট ও গায়ে রয়েছে গোল গলা কালো গেঞ্জি।ট্রেনের ধাক্কায় ওই যুবকের মাথা মারাত্মকভাবে থেঁতলে গিয়েছে।তবে রেল পুলিশের অনুমান,সম্ভবত সকাল ৫.৪০টা নাগাদ দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দিঘা জিআরপি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।এখনও ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা-সবকিছুই খতিয়ে দেখছে রেল পুলিশ। দুর্ঘটনায়ই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই: