মেয়র বিরুদ্ধে FIR, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের - Aaj Bikel
মেয়র বিরুদ্ধে FIR, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের

মেয়র বিরুদ্ধে FIR, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের

Share This



দুর্গাপুর: এফআইআরে শাসকদলের বিধায়ক তথা মেয়রের নাম। আর তাই পুলিশ নিতে অস্বীকার করল বলে অভিযোগ পশ্চিম বর্ধমান জেলা বিজেপির। পুলিশের ভুমিকায় আবারও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠল। জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

শনিবার দুর্গাপুর মহকুমা শাসক ভবনে মনোনয়ন দাখিল করতে গিয়ে হামলার শিকার হয় বিজেপি। মহকুমা শাসক ভবনে ছুরিকাহত হয় বিজেপির পশ্চিম বর্ধমান জেলয় সভাপতি লক্ষন ঘড়ুই। ঘটনার অভিযোগের আঙ্গুল উঠে তৃণমূলের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারীর দিকে। শনিবার দুপুর পর্যন্ত দুর্গাপুর মহকুমাশাসক দফতর এলাকা শান্ত থাকে। পরে তৃণমূলের আসানসোল মেয়র দলবল নিয়ে এলাকায় ঢুকতেই অশান্ত হয়ে ওঠে। মহকুমাশাসকের দফতর থেকে দু'শ মিটার দুরে বিজেপির মনোনয়ন শিবিরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। এদিকে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় আক্রান্ত হয় বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই। গোটা ঘটনায় জিতেন্দ্রবাবুর প্ররোচনার অভিযোগ ওঠে। 

ঘটনায় রবিবার দুর্গাপুর থানায় এফআইআর দায়ের করতে যায় আহত লক্ষনবাবু। অভিযোগ পুলিশ এফআইআর নিতে টালবাহানা করে। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানান, "হাসপাতালে ভর্তি থাকাকালিন পুলিশের পদস্থ কর্তা গিয়েছিল। এবং এফআইআর থেকে জিতেন্দ্র তেওয়ারীর নাম না দেওয়ার পরমর্শ দেয়। রবিবার দুপুরে থানায় যায়। থানার বড়বাবু স্পষ্ট জানান এফআইআর থেকে জিতেন্দ্র তেওয়ারীর নাম তুলে দিন। আমরা নাম তুলে না নেওয়ায় পুলিশ এফআইআর নিতে অস্বিকার করে।" তিনি আরও জানান," সাধারন মানুষের কষ্টার্জিত টাকায় পুলিশ মাইনে পায়, আইন রক্ষার জন্য। আর পুলিশ শাসকদলপর যে দলদাস তা এঘটনায় চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে। তবে আমরা পিছুপা হব না। প্রয়োজনে আদালতে মামলা করব।" যদিও এবিষয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশ কোন মন্তব্য করতে চায়নি।

কোন মন্তব্য নেই: