তপ্ত হচ্ছে খনি অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি - Aaj Bikel
তপ্ত হচ্ছে খনি অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি

তপ্ত হচ্ছে খনি অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি

Share This
 
দুর্গাপুর: নির্বাচন যতই এগিয়ে, ততই তপ্ত হচ্ছে খনি অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি। এবার সিপিএমের দলিয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পান্ডবেশ্বরের হরিপুরে।

ঘটনায় জানা গিয়েছে, দুদিন আগেই অন্ডালের প্রাক্তন বাম বিধায়ক মদন বাউরী দলবল নিয়ে তৃণমূলে যোগ দিয়েছে। অভিযোগ রবিবার তাঁর নেতৃত্বে তৃণমূল কর্মীরা সিপিএমের হরিপুর পার্টি অফিসে হামলা চালায়। স্থানীয় সিপিএম নেতা প্রবীর মন্ডল জানান, "রবিবার সকালে শ'দুয়েক তৃণমূলকর্মী লাঠি, রড নিয়ে অতর্কিত হামলা চালায়। মারধর করে কর্মীদের। বেপরোওয়া ভাঙচুর করে পার্টি অফিসে।" যদিও স্থানীয় তৃনমূল নেতা গোপীনাথ নাগ অভিযোগ অস্বীকার করে জানান,"ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।" ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই: