নয়াদিল্লি: জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল পিএনবি কাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে৷ রবিবার মুম্বই সিবিআই আদালতের বিচারপতি এই পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে| এর আগে নীরব মোদী এবং মেহুল চোকসির বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কিছুদিন আগেই আদালতে এই গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিল সিবিআই। তাতেই আজ সিলমোহর দিলেন বিচারক।
সিবিআইয়ের এক আধিকারীক জানিয়েছেন, একাধিকবার তাঁদের ইমেল করে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই তাঁরা তদন্তকারীদের ফিরিয়ে দিয়েছেন। এবং তদন্তে সহযোগিতা করতে পারবেন না বলে জানিয়েছেন| জানুয়ারিতে দেশ ছাড়ার পর থেকে মামা–ভাগ্নে কোথায় রয়েছে তা এখনও জানতে পারেনি সিবিআই। নীরব হংকংয়ে থাকতে পারেন আন্দাজ করে সেখানকার সরকারকে তাঁকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছে বিদেশমন্ত্রক। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। ইতিমধ্যেই মেহুল চোকসি এবং নীরব মোদির পাসপোর্ট বাতিল করা হয়েছে। সিবিআই জানিয়েছে, ইতিমধ্যেই ইন্টারপোলের কাছে দুই অভিযুক্তের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়েছে সিবিআই। কিন্তু তা কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন