নয়াদিল্লি : অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে রবিবার প্রধানমন্ত্রীর বাসভবন ৭ কল্যান মার্গে প্রতিবাদ আন্দোলন করতে গেলে পুলিশ তেলুগু দেশম পার্টির (টিডিপি) সাংসদদের আটক করে| বেশ কিছুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে তেলুগু দেশম পার্টি| কেন্দ্রীয় সরকার এই দাবি না মানায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন টিডিপি সাংসদরা। এনডিএ থেকেও বেরিয়ে আসে টিডিপি। এরপর সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও পেশ করে টিডিপি। যদিও সংসদে হই-হট্টগোল চলায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
এরই মধ্যে শুক্রবার থেকে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে অনশন শুরু করেছেন ওয়াই এস আর কংগ্রেসের নেতারা। পাঁচজন দলীয় সাংসদ পদত্যাগও করেছেন। এই পরিস্থিতিতে আজ সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াই এস চৌধুরীর বাড়িতে বৈঠকে বসে টিডিপি। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সেখান থেকে বৈঠক সেরে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে প্রতিবাদ আন্দোলন করতে যান তাঁরা। তখন পথে তাঁদের পুলিশ এবং সিআরপিএফ বাহিনী তাঁদের আটক করে।
টিডিপি সাংসদদের পুলিস আটক করায় তাঁদের সঙ্গে তুঘলক রোড থানায় দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এই ঘটনায় ট্যুইট করে বলেন, ‘তুঘলক রোড থানায় টিডিপি সাংসদদের আটক করে রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে তাঁরা আন্দোলন করছিলেন। আমি তাঁদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি। তাঁদের দাবিকে আমরা সমর্থন করি এবং তাঁদেরকে আটক করার ঘটনার প্রতিবাদ করছি।’ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যসভায় এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন টিডিপি’র সাংসদরা। সেখান থেকেও কোনও সুরাহার পথ বেরিয়ে আসেনি। তারপর তাদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে|
এরই মধ্যে শুক্রবার থেকে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে অনশন শুরু করেছেন ওয়াই এস আর কংগ্রেসের নেতারা। পাঁচজন দলীয় সাংসদ পদত্যাগও করেছেন। এই পরিস্থিতিতে আজ সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াই এস চৌধুরীর বাড়িতে বৈঠকে বসে টিডিপি। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সেখান থেকে বৈঠক সেরে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে প্রতিবাদ আন্দোলন করতে যান তাঁরা। তখন পথে তাঁদের পুলিশ এবং সিআরপিএফ বাহিনী তাঁদের আটক করে।
টিডিপি সাংসদদের পুলিস আটক করায় তাঁদের সঙ্গে তুঘলক রোড থানায় দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এই ঘটনায় ট্যুইট করে বলেন, ‘তুঘলক রোড থানায় টিডিপি সাংসদদের আটক করে রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে তাঁরা আন্দোলন করছিলেন। আমি তাঁদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি। তাঁদের দাবিকে আমরা সমর্থন করি এবং তাঁদেরকে আটক করার ঘটনার প্রতিবাদ করছি।’ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যসভায় এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন টিডিপি’র সাংসদরা। সেখান থেকেও কোনও সুরাহার পথ বেরিয়ে আসেনি। তারপর তাদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন