আইজলকে হারিয়ে সুপারকাপের শেষ চারে ইস্ট বেঙ্গল - Aaj Bikel
আইজলকে হারিয়ে সুপারকাপের শেষ চারে ইস্ট বেঙ্গল

আইজলকে হারিয়ে সুপারকাপের শেষ চারে ইস্ট বেঙ্গল

Share This
 শেষ মুহুর্তের পেনাল্টি। সেই গোলেই আজ আইজলকে হারিয়ে সুপার কাপের শেষ চারে উঠল ইস্ট বেঙ্গল। এদিন খেলার প্রায় শেষ মুহুর্তে ৯৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে ক্রোমাকে ফেলে দেন আইজলের গোলকিপার। তাতেই পেনাল্টি। আর সেই পেনাল্টিতে গোল করতে ভুল করেননি লালডানমাইয়া রালতে। ফলস্বরূপ সেমি ফাইনালে লাল-হলুদ।

কোন মন্তব্য নেই: