দেড় হাজার পণ্যের দাম ৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত কমিয়ে দিল বিগবাজার। দেশের ১৪০টি শহরে অবস্থিত বিগ বাজারের শাখাগুলিতে ওই অফার প্রযোজ্য হবে, যার জেরে ছ’কোটি ক্রেতা উপকৃত হবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। এতে সার্বিকভাবে ক্রেতারা দু’হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবেন, হিসেব বিগ বাজারের।
ঘি, ভোজ্য তেল, চিনি, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, নুডুল, হেল্থ ড্রিঙ্ক, চা, কফি, বিস্কুট, সস প্রভৃতি হরেক পণ্যের দাম কমানোর দাবি করেছে তারা। সারা বছর ধরেই ক্রেতারা ওই সুযোগ পাবেন। ‘প্রতিদিন ন্যূনতম দাম’ নামে যে প্রকল্প ঘোষণা করেছে বিগ বাজার, এটি তারই অংশ, জানিয়েছে তারা। ফিউচার গ্রুপের সিইও কিশোর বিয়ানির কথায়, আমাদের নতুন পদক্ষেপ আরও বেশি নতুন গ্রাহককে বিগ বাজারের দোকানগুলিতে টেনে আনবে।
ঘি, ভোজ্য তেল, চিনি, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, নুডুল, হেল্থ ড্রিঙ্ক, চা, কফি, বিস্কুট, সস প্রভৃতি হরেক পণ্যের দাম কমানোর দাবি করেছে তারা। সারা বছর ধরেই ক্রেতারা ওই সুযোগ পাবেন। ‘প্রতিদিন ন্যূনতম দাম’ নামে যে প্রকল্প ঘোষণা করেছে বিগ বাজার, এটি তারই অংশ, জানিয়েছে তারা। ফিউচার গ্রুপের সিইও কিশোর বিয়ানির কথায়, আমাদের নতুন পদক্ষেপ আরও বেশি নতুন গ্রাহককে বিগ বাজারের দোকানগুলিতে টেনে আনবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন