আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় ঘোষণা শীঘ্রই - Aaj Bikel
আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় ঘোষণা শীঘ্রই

আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের মামলার রায় ঘোষণা শীঘ্রই

Share This

নয়াদিল্লি: ২০১২ সালের ধর্ষণের মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর মামলার শুনানি শেষ হল শনিবার। তবে, বিশেষ তফসিলি জাতি ও উপজাতি আদালতের বিচারক মধুসূদন শর্মা এদিন রায় ঘোষণা করেননি। রায় ঘোষণা হবে আগামী ২৫ এপ্রিল। গত পাঁচ মাস ধরে এই মামলার শুনানি চলছি। যোধপুরের কাছে মানাই গ্রামে নিজের আশ্রমে এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে আসারামের বিরুদ্ধে। এই ছাত্রীটির বাড়ি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। সে ওই আশ্রমেই থাকত।

২০১৩ সালের ৩১ আগস্ট থেকে জেলে রয়েছেন আসারাম। তাঁর বিরুদ্ধে পকসো এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার বিরোধী) আইনে মামলা রুজু হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে আসারামের। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে গুজরাতে একটি ধর্ষণের মামলার বিচারও চলছে। রাজস্থান ও গুজরাতে দু’টি ধর্ষণের মামলায় তাঁর জামিনের আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কোন মন্তব্য নেই: