চিকিৎসক সাক্ষাতেও লাগবে টাকা, ঘণ্টা পিছু ধার্য হবে মূল্য - Aaj Bikel
চিকিৎসক সাক্ষাতেও লাগবে টাকা, ঘণ্টা পিছু ধার্য হবে মূল্য

চিকিৎসক সাক্ষাতেও লাগবে টাকা, ঘণ্টা পিছু ধার্য হবে মূল্য

Share This
কলকাতা: চিকিৎসকদের সঙ্গে দেখা করতে গেলে প্রত্যেক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভকে ৩৫০ টাকা ফিজ দিতে হবে। তিন ঘণ্টা সাক্ষাতের জন্য এই ফিজ দিতে হবে। এরপর প্রতি ঘণ্টা হিসেবে আরও ১০০ টাকা দিতে হবে। দুপুর দুটোর পর থেকে সাক্ষাৎ করা হবে। অনিবার্য কারণ না থাকলে শুধুমাত্র শনিবার এই সাক্ষাৎ করা যাবে। সাক্ষাতের জন্য হাসপাতালের একতলার সিকিউরিটি ডেস্কে যোগযোগ করতে হবে। শনিবার ইএমবাইপাস লাগোয়া একটি বড় কর্পোরেট হাসপাতাল এই নির্দেশ জারি করে। তারপরই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে চিকিৎসকদের সাক্ষাৎপ্রার্থী মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। তাঁরা বিক্ষোভ দেখান।

কোন মন্তব্য নেই: