নয়াদিল্লি: দুবাইয়ে সবচেয়ে বড় মাপের লটারি প্রতিযোগিতায় জ্যাকপট জিতে নিলেন ভারতীয় নাগরিক। পুরস্কার হিসাবে তিনি হাতে পাবেন এক কোটি ২০ লক্ষ দিরহাম (আরব আমিরশাহির প্রচলিত মুদ্রা)। যা ভারতীয় মুদ্রায় ২১ কোটি ২১ লক্ষ টাকা। জন ভার্গোইজ নামে ওই ভারতীয় নাগরিকের বাড়ি কেরলে। ২০১৬ সালে তিনি দুবাইয়ে আসেন। পেশায় গাড়ি চালক। কাজ করেন একটি বেসরকারি সংস্থায়।
পুরস্কার জেতার পর আরব আমিরশাহির সংবাদপত্র ‘খলিজ টাইমস’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর প্রতিক্রিয়া, অবিশ্বাস্য! ফোন পেয়ে প্রথমে ভেবেছিলাম দুবাইয়ে আমার পরিচিতরা ‘এপ্রিল ফুল’ করছেন। পরে কেরলের বাড়ি থেকে ফোন পাওয়ার পর আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বলেছেন, আমার ছোট সংসার। কেরলে আমার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পুরস্কারের প্রাপ্ত অর্থ আমার দুই সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করব। প্রসঙ্গত, দুবাইয়ের এই বড়মাপের লটারি প্রতিযোগিতায় জানুয়ারি মাসে কেরলের আর এক বাসিন্দাও এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের জ্যাকপট জিতেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন