কলকাতা: রাজ্যের ৩২০টি ব্লক অফিস, ৬২টি এসডিও অফিস তৃণমূলের দুষ্কৃতীরা দখল করে রেখেছে। বাঁকুড়ার জেলাশাসকের অফিসে শুক্রবার বেধড়ক মারা হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছে। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে জেলায় জেলায় দলীয় কর্মীদের উপর যে হামলা চলছে, তার বিরুদ্ধে এভাবেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে অভিযোগ জানাল রাজ্য বিজেপি।
শনিবার বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজভবন যায়। তাঁরা রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে আবেদন করেন, শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দাপটে পঞৎ্চায়েত নির্বাচনে লড়াই করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বিজেপি প্রার্থীরা। এখানে কারও জীবন নিরাপদ নয়। সত্তর দশকের সিদ্ধার্থ রায়ের আমলকেও হার মানিয়েছে তৃণমূলের জমানা। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল তাঁদের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন। পাশাপাশি পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশা প্রকাশ করেছেন। বিজেপি নেতৃত্ব আজ, রবিবার ফের রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারে বলেও শোনা যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন