নেপালি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা রাষ্ট্রপতির - Aaj Bikel
নেপালি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা রাষ্ট্রপতির

নেপালি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা রাষ্ট্রপতির

Share This

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে। তিনদিনের ভারত সফরে আসা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি জানিয়েছেন, বন্ধুত্ব হল খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা হয় না। যে কোনও চুক্তি বা সমঝোতা বন্ধুত্ব দিয়েই শুরু হয়। আমাদের প্রতিবেশীদের মধ্যে ভারতের কাছ থেকে আমরা বন্ধুত্বই আশা করি। নেপালের প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

শনিবার রাষ্ট্রপতি ছাড়াও উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করবেন তিনি।
প্রসঙ্গত চিনের আগ্রাসন ক্রমেই বেড়ে চলেছে। সেই দিক থেকে নেপালের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও তা আরও বেশি মজবুত করা জরুরী হয়ে পড়েছে ভারতের জন্য। বিগত ইউপিএে আমলে ভারতে সঙ্গে নেপালের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নেপালের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তৎপর হয়ে উঠেছিলেন নরেন্দ্র মোদী। তাই সবদিক দিয়েই নেপালি প্রধানমন্ত্রীর ভারত সফর অতি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হতে চলেছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের জন্য ।

কোন মন্তব্য নেই: