কলকাতা: গত কয়েকদিন চুপ থাকার পর ফের প্রকাশ্যে ‘অশোভন বাগযুদ্ধে’ জড়ালেন শোভন-রত্না। আর এই যুদ্ধে এবার মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় তাঁর স্বামী অর্থনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন।
শুক্রবার আলিপুর আদালতে দাঁড়িয়ে রত্নাদেবী সরাসরি বলেন, শোভনবাবু এত টাকা টাকা করেন কেন? ওঁর কী টাকা রয়েছে? যদি এত টাকাই থাকে, তাহলে ইডি’র কাছে কেন বললেন না তাঁর নিজের টাকার কথা? কেন বলে এলেন না, আমার এত টাকা রয়েছে, আমার স্ত্রী সব নয়ছয় করেছে? কেন বললেন, সবকিছু আমার স্ত্রী জানে? সবকিছু দায়ভার কেন আমার উপরে চাপিয়ে দিয়ে এসেছিলেন শোভনবাবু? ২২ বছর ধরে মনে হয়নি, অথচ আমি লন্ডন যাওয়ার পর তাঁর মনে হল, আমি টাকা নয়ছয় করেছি। যার উত্তর দিতে পিছপা হননি শোভন চট্টোপাধ্যায়। বললেন, তদন্তকারী সংস্থার কাছে আমি কী বলেছি, কী কী নথিপত্র জমা করেছি, তা উনি (রত্না চট্টোপাধ্যায়) কী করে জানলেন, জানি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন