কলকাতা: পণ্য পরিবহণে উল্লেখযোগ্য সাফল্য পেল পূর্ব রেল। ২০১৬-১৭ অর্থবর্ষের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২০১৭-১৮ অর্থবর্ষতে পরিমাণটি হয়েছে ৬ কোটি ২১ লক্ষ ২০ হাজার টন। গতবছরের চেয়ে প্রায় ১৮ লক্ষ টন বেশি। পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে|
পূর্ব রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষের মার্চ মাসের তুলনায় গত মার্চ মাসে তাদের পণ্য পরিবহণ ১৮ দশমিক ৪৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৮ লক্ষ ২০ হাজার টন। টাকার হিসাবে এক বছরে এই খাতে আয় বেড়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। ২০১৬-১৭ অর্থবর্ষে এই আয় ছিল ৪৫৮৭ দশমিক ৪৯ কোটি টাকা। ২০১৭-১৮-তে তা হয়েছে ৪৮৪৫ দশমিক ২১ কোটি টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন